MANIKCHAWK FIRE

মানিকচকে পুড়ে খাক পরপর ঘর,
বিপন্নদের পাশে সিআইটিইউ

জেলা

MANIKCHAWK FIRE ভূতনীর চরের উত্তর চন্ডীপুরের পুলিনটোলা গ্রামে পুড়ে ছাই চারটি বাড়ি।

শুক্রবার দুপুরে মানিকচক ব্লকের ভূতনীর চরের উত্তর চন্ডীপুরের পুলিনটোলা গ্রামে আগুন লেগে ৪টি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গ্রামের মানুষ আগুন দেখে ঘটনাস্থলে ছুটে যায়। কোনরকমে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত হয়েছে নিতাই মণ্ডল, গৌর মণ্ডলঅনিমেষ মণ্ডল ও জয়শ্রী দাসের পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিপিআই(এম) নেতা আব্দুল রসিদসিআইটিইউ নেতা কামাল সেখ, অপূর্ব মন্ডলপ্রণব মন্ডলএসএফআই নেতা দীপঙ্কর ঘোষ ও সায়ন্ত মন্ডল। 

আপাতত কিছু আর্থিক সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্তরা যাতে সরকারি সহায়তা পান তার জন্য উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। সিআইটিইউ-র জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা বিষয়টি নিয়ে জেলা শাসকের সঙ্গে কথা বলেন। জেলাশাসক সহায়তার আশ্বাস দেন, জানিয়েছেন নেতৃবৃন্দ। 

দেবজ্যোতি সিনহা বলেছেন, ‘‘আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী দরকার মানিকচক ও রতুয়া এলাকায়। প্রশাসনের কাছে দমকল কেন্দ্র গড়ার দাবি জানাচ্ছি আমরা।’’

 

Comments :0

Login to leave a comment