KARNATAKA SCHEMES

এবার ঘোষিত প্রকল্প শুরুর দিনক্ষণ জানালেন সিদ্দারামাইয়া

জাতীয়

পাঁচ নির্বাচনী প্রতিশ্রুতি প্রচার করেছিল কংগ্রেস। বিপুল জয় এসেছে কর্নাটকে। মুখ্যমন্ত্রী সিদ্দ্দারামাইয়া জানিয়েছেন ১১ জুন থেকে ধাপে ধাপে চালু হবে পাঁচটি প্রকল্প। 

১১ জুন থেকে কর্নাটকে চালু হবে মহিলাদের যাতায়াতে সহায়তা জনিত প্রকল্প ‘শক্তি’। ১ জুলাই থেকে দরিদ্র এবং অন্ত্যোদয় পরিবারে ১০ কেজি শস্য বিনামূল্যে দেওয়ার প্রকল্প চালু হবে। ২০০ ইউনিট পর্যন্ত নিখরচায় বিদ্যুৎ প্রকল্প চালু হবে জুলাই থেকে। 

সিদ্দারামাইয়া জানিয়েছেন, ১৫ জুন থেকে মহিলাদের ২ হাজার টাকা করে সহায়তা প্রকল্প ‘গৃহলক্ষ্মী’ চালু হবে। 

শুক্রবার সাংবাদিক সম্মেলনে সিদ্দারামাইয়ার সঙ্গে ছিলেন উপমুখ্যমন্ত্রী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। 

১৩ মে ফল ঘোষণা হলে দেখা যায় সরকারে আসীন বিজেপি’কে ধরাশায়ী করে জয়ী হয়েছে কংগ্রেস। কিছু পর থেকেই বিজেপি প্রচারে নেমেছে যে প্রতিশ্রুতি বাস্তবায়িত করবে না কংগ্রেস সরকার।

সিদ্দারামাইয়া বলেছেন, ‘‘চলতি অর্থবর্ষেই সব প্রকল্প কার্যকর হবে। সব বর্ণ, ধর্ম, ভাষাভাষী মানুষের কাছে সমানভাবে পৌঁছাবে সরকার।’’ সেই সঙ্গে তাঁর সতর্কবার্তা, ‘‘সহায়তার অপব্যবহার এবং আর্থিক বিশৃঙ্খলা বরদাস্ত করবে না সরকার।’’ 

এদিন যদিও ঘোষণা হয়নি কর্মহীনদের সহায়তার প্রকল্প শুরু দিনক্ষণ। সিদ্দারামাইয়া জানিয়েছেন, ১৫ জুন থেকে আবেদন নেওয়া হলেও ১৫ আগস্ট, স্বাধীনতার দিন থেকে মহিলাদের সহায়তা দিতে শুরু করা হবে।   

Comments :0

Login to leave a comment