Sikkim Flash Floods

সিকিমে বিপর্যয়ের প্রভাব শিলিগুড়ির বাজারগুলিতে

রাজ্য

Sikkim Flash Floods


পুজোর মরশুমে সমগ্র সিকিম জুড়েই হোটেল, রিসোর্টগুলি বুকিং প্রায় শেষ হয়েছিলো। কিন্তু সিকিমে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সিকিম বেড়াতে যাবার বুকিং বাতিল করতে শুরু করেছেন আতঙ্কিত পর্যটকরা। স্বাভাবিকভাবেই পর্যটন ব্যবসা ও ব্যবসায়ীরাও চিন্তার মধ্যে পড়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন সিকিমে রসদ পাঠানোর ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হচ্ছে। সিকিম বিপর্যয়ের প্রভাব পরিলক্ষিত হচ্ছে শিলিগুড়ি শহরের বিভিন্ন বাজারগুলিতেও। শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজার থেকে কাঁচা সবজি, ফল মূল, মাছ মাংস সহ নানা সামগ্রী সিকিমে যায়। কিন্তু গত বুধবারের পর থেকে সিকিমে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকায় সমস্ত পন্য সরবরাহ বন্ধ হয়েছে। সিকিমে পাঠাতে না পেরে কাঁচা সবজি ও মাছে পচন ধরতে শুরু করেছে। ক্ষয়ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা বলে নিয়ন্ত্রিত বাজার ব্যবসায়ীদের দাবি। উদ্বিগ্ব তারাও। কাজ নেই নিয়ন্ত্রিত বাজারের গাড়ির চালকদের। ঘুরপথে সিকিমে পৌঁছাতে খরচ অনেক। তাই বাজার চত্বরে গাড়ির লম্বা লাইন। ফলে গাড়ি চালকেরাও চিন্তিত। 

Comments :0

Login to leave a comment