আড়াই বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্তের নাম ফুলেন রায় (৭৮)। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া এলাকায়। বিষয়টি জানাজানি হতেই বৃহস্পতিবার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকার স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত বৃদ্ধকে হাতেনাতে ধরে ফেলে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে, বুধবার ওই শিশু কন্যার চিৎকার করে কান্নার আওয়াজ পেয়ে ঘরের ভেতরে উঁকি দিয়ে প্রতিবেশীরা দেখতে পান অভিযুক্ত শিশুটিকে ধর্ষণের চেষ্টা করছে। হাতে নাতে ধরে ফেলে প্রতিবেশীরা অভিযুক্তকে। শিশুকন্যার স্বাস্থ্য পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেশীরা জানান, অভিযুক্ত বৃদ্ধ এর আগেও এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ধৃতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
Comments :0