COW PROTECTION KILLING

গোরক্ষার নামে হত্যার দায়ে নাসিকে ধৃত ৬

জাতীয়

গোরক্ষার নামে এক যুবককে খুন করা হয়েছে মহারাষ্ট্রের নাসিকে। গত ১০ জুন নিহত যুবক লুকমান আনসারির দেহ মিলেছিল ইগতাপুরী এলাকায়। বুধবার খুনের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও কয়েকজন অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। 

৮ জুন আনসারিকে ঘিরে ধরেছিল এই গোরক্ষক বাহিনী। একটি ছোট ম্যাটাডোরে গবাদি পশু নিয়ে যাচ্ছিলেন তিনি। ১০-১৫ জনের ওই বাহিনী নিজেদের গোরক্ষক বলে ঘেরাও করে গাড়ি। তারপর মারধরও চালায়। থানের সাহাপুরে মারধর করা হয় আনসারিকে। 

পুলিশের বয়ান অনুযায়ী, এই স্বঘোষিত গোরক্ষকরা গাড়িটি চালিয়ে ইগতাপুরীতে আসে। আনসারি এবং তাঁর দুই সঙ্গীকে লোহার রড দিয়ে পেটাতে শুরু করে। সঙ্গীরা পালিয়ে যেতে পারলেও আনসারি পারেননি। নির্মমভাবে মারা হয় তাঁকে। 

পুলিশ জানিয়েছে, গোড়ায় হামলার অভিযোগ দায়ের করা হয়েছিল ধৃতদের বিরুদ্ধে। পরে খুনের অভিযোগ দায়ের করা হয়। নিহত আনসারি এবং তাঁর দুই সঙ্গীর বিরুদ্ধে গবাদি পশুর বেআইনি চালানের অভিযোগ দায়ের করা হয়েছে। 

Comments :0

Login to leave a comment