Supreme Court

বিহারের ভোটার তালিকা সংশোধন মামলার শুনানি ১০ জুলাই সুপ্রিম কোর্টে

জাতীয়

বছর শেষেই বিহারে নির্বাচন। বিহারের ভোটের মাত্র কয়েক মাস আগেই ভোটার তালিকার বিশেষ সার্বিক সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)’র পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সংশোধন করা হবে। ২০০৩ সালের পরের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত সকলকেই ফের নাগরিকত্ব প্রমাণের তথ্য দিতে হবে। বিহারের পরে দেশের অন্যত্রও এই নির্দেশিকা কার্যকর করার সম্ভাবনা রয়েছে। এই ধরনের  পরিকল্পনা পরিত্যাগ করার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে আবেদন জানিয়েছে সিপিআই(এম)। বিহারের ইন্ডিয়া মঞ্চের দলগুলিও স্পষ্ট জানিয়েছে তারাও ভোটার তালিকার এই বিশেষ সংশোধনের বিরোধিতা করবে। নির্বাচন কমিশন জানিয়েছিল প্রথমে ভোটার তালিকায় নাম তোলা ও যাচাইয়ের ক্ষেত্রে একাধিক নথি থাকা বাধ্যতামূলক। ফর্ম ফিলআপের সময়েই সেই নথি দিতে হবে। বিরোধীদের তীব্র বিরোধিতায়  নির্বাচন কমিশন জানায়, ফর্ম ফিলআপের সময়ে নথি না থাকলেও চলবে। তবে পরে ইলেকট্রোরাল রেজিস্টার অফিসার নিজে ভোটারের বাড়ি গিয়ে স্থানীয় পর্যায়ে তদন্তের ভিত্তিতে ও পারিপার্শ্বিক নথি যাচাইয়ে মাধ্যমে নাম অন্তর্ভুক্ত করবেন। সিপিআই(এম)’র তরফে জানানো হয়েছে নির্বাচন কমিশন যেভাবে ভোটার তালিকায় সংশোধনের নামে নাগরিকত্ব প্রমাণের নথি দেওয়ার কথা বলছেন তাতে এনআরসি’র ছায়া রয়েছে। ঘুরপথে সেই কাজটি করার আশঙ্কাও করা হচ্ছে। পুরো প্রক্রিয়াটির সঙ্গে প্রস্তাবিত এনআরসি’র মিল আছে। একটি অংশের ভোটারকে টার্গেট করে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য এই কাজ করা হচ্ছে, এমন আশঙ্কাও রয়েছে। 
আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটার তালিকার বিশেষ সার্বিক সংশোধন (এসআইআর) নিয়ে বিহারে বিশেষ বিধানসভা অধিবেশন ডাকার দাবি জানায় কংগ্রেস। দলের তরফে অভিযোগ করা হয়ে যে, বিজেপি-জেডি(ইউ)’র আমলে ওই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ঙ্কর অবনতি ঘটেছে। কংগ্রেস স্পষ্টই অভিযোগ করে, বিজেপি-কে বিধানসভা ভোটে সুবিধা করে দিতে নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকার বিশেষ সার্বিক সংশোধনের উদ্যোগ নিয়েছে। ওই রাজ্যের বিরোধী সমস্ত দলই ওই প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করছে। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়েছে। সুপ্রিম কোর্ট আবেদনকারীদের এই বিষয়ে জরুরি শুনানির অনুরোধ গ্রহণ করে মামলার শুনানি ১০ জুলাই জানিয়ে দেয়। বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং জয়মাল্য বাগচির বেঞ্চের সামনে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল, এ এম সিংভি, গোপাল শঙ্করনারায়ণন এবং শাদান ফরাসাত সহ একাধিক আইনজীবী আবেদনগুলি দ্রুত শুনানির জন্য উল্লেখ করেছিলেন। আবেদনকারীদের মধ্যে ছিলেন আরজেডি সাংসদ মনোজ ঝা, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস কর্মী যোগেন্দ্র যাদব প্রমুখ।
নির্বাচনমুখী বিহারে নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ সার্বিক সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনের বিরুদ্ধে চ্যালেঞ্জের শুনানি সুপ্রিম কোর্টে হবে বৃহস্পতিবার।

Comments :0

Login to leave a comment