প্রতিটি হত্যা, প্রতিটি বুলেটের পর কান্না শোনা যাচ্ছে। এই আর্তি বিহারের পরিবর্তন চাইছে।
পাটনার জমজমাট এলাকায় গান্ধী ময়দানে ব্যবসায়ী খুনে এমন প্রতিক্রিয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধীর।
স্থানীয় একটি হাসপাতালের মালিক এবং ব্যবসায়ী গোপাল খেমকা খুন হন গত শুক্রবার।
যে এলাকায় খেমকাকে খুন করা হয়েছে সেটি পাটনা শহরের অন্যতম প্রাণকেন্দ্র। গান্ধী ময়দানে গত শুক্রবার সন্ধ্যায় হত্যাকাণ্ডের ভিডিও ধরা পড়েছে সিসিটিভিতে। ঘটনা ঘিরে বিহারে তোলপাড় পড়েছে। কয়েক মাস বাদেই নির্বাচন রাজ্যে।
রাহুল বলেছেন রাজ্যে বিজেপি এবং নীতিশ কুমার সরকারের মেয়াদে সাধারণ মানুষের জীবন অনিশ্চিত হয়ে পড়ছে বিপজ্জনক হয়ে পড়ছে। নির্বাচনে এই সরকারকে পরাস্ত করতে হবে।
নিহত ব্যবসায়ীর পুত্র ছয় বছর আগে এই এলাকায় খুন হন।
রাজ্যের বিরোধী দলনেতা এবং আরজেডি প্রধান তেজস্বী যাদব বলেন, আগের খুনের বিচার হয়নি। মুখ্যমন্ত্রী নিষ্ক্রিয়। সরকার চালাচ্ছে কয়েকজন আধিকারিক।
Patna Murder Rahul
পাটনায় ব্যবসায়ী খুনের তীব্র নিন্দা, বদলের ডাক রাহুলের

×
Comments :0