তৃণমূল নেতা ও চিকিৎসক শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত খারিজ করলো কলকাতা হাইকোর্ট। রাজ্য মেডিক্যাল কাউন্সিল ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগে দু বছরের জন্য শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করে। এই ঘটনার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেনযে রেজিস্ট্রেশন বাতিলের কারণ জানানো হয়নি। তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে হলে আগে তাঁকে পদ্ধতি মেনে কারণ জানানো উচিত ছিল। বিচারপতি সিনহা বলেছেন, "মেডিক্যাল কাউন্সিলকে তদন্ত বা ওই সংক্রান্ত যাবতীয় রিপোর্ট শান্তনুকে পাঠাতে হবে। তারপরে তাঁর বক্তব্য শুনতে হবে। তারপর সিদ্ধান্ত নিতে হবে।"
চিকিৎসক আন্দলোনের একাংশের বক্তব্য তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব কারণেই মেডিক্যাল কাউন্সিল এই সিধান্ত নিয়েছে। রাজ্য মেডিক্যাল কাউন্সিলে আর জি কর হত্যার সাথে যুক্ত একাধিক অভিযুক্তকে ফিরিয়ে নেয় হয়।
প্রসঙ্গত, রাজ্য মেডিকেল কাউন্সিল শান্তনুর রেজিস্ট্রেশন বাতিলের পরই আইএমএ কলকাতা শাখা থেকে তাঁকে সাসপেন্ড করা হয়।
Comments :0