England Burns By The Bowling Flame Of Akashdeep

আকাশদীপেই দীপ্তবান ভারতের বোলিং

খেলা

রবিবার রাতে তেন্ডুলকর - হেন্ডারসন টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন করল ভারত। এজবাস্টনে এই প্রথম সিরিজ জিতল। সৌজন্যে গিলের ব্যাটিং ও আকাশদীপের বোলিং। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে প্রায় একার হাতেই ইংল্যান্ডের সমস্ত অস্ত্রগুলিকে ভোঁতা করে দিলেন এই আকাশ। এই ইনিংসে মোট ৬উইকেট নিয়ে নতুন রেকর্ডের ভাগিদার হওয়া ছাড়াও দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন মোট ১০টি উইকেট। আকাশদীপকে নিয়ে মোট ৬জন ভারতীয় ক্রিকেটার ইংল্যান্ডের মাটিতে ৫টি উইকেটের গন্ডি পার করল। ১৯৭৯ তে কপিল দেব , ১৯৮৬ তে চেতন শর্মা , ২০১৮ তে ইশান্ত শর্মা , ২০২৫ এ বুমরা , সিরাজের পর এখন আকাশদীপও নিজের নাম নথিভুক্ত করেছেন এই বিশেষ তালিকায়। গত ইনিংসে মোট ৬টি উইকেট নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে যে বিশেষ রেকর্ড গড়েছিলেন সিরাজ। সেই রেকর্ডের তালিকাতেও যুক্ত হয়েছে আকাশদীপের নাম। ভারতের প্রথম ইনিংসে ২৬৯ করার পর দ্বিতীয় ইনিংসেও শতরান ১৬১ করার পরে ম্যাচের সেরারা পুরষ্কার গিল পেলেও  লাইমলাইট কেড়ে নিলেন আকাশদীপ। অধিনায়ক গিল বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্ট ম্যাচের দুই ইনিংসেই ১৫০-র অধিক রান করে অস্ট্রেলিয়ান কিংবদন্তি এলান বর্ডারের রেকর্ড স্পর্শ করেন। এই ম্যাচে বুমরার অনুপস্থিতিতে যে সমস্যার কথা আশংকা করা হয়েছিল তা মেটাতে সক্ষম হয়েছেন আকাশদীপ। তবে ভারতের এই মসৃন জয়ে কাঁটা একমাত্র করুণ নায়ার। প্রায় ১৭বছর পর ভারতীয় দলে সুযোগ পেয়েও নিজেকে প্রমান করতে ব্যার্থ করুণ। দুই ইনিংস মিলিয়ে এই ম্যাচে তার রানসংখ্যা মাত্র ৫৭। তিন নম্বরে জায়গায় নামলেও ভারতের ব্যাটিংয়ে খুব একটা কার্যকরি  ভূমিকা পালন করতে পারেননি করুণ। ফলে আগামী ১০জুলাই ঐতিহাসিক লর্ডসে সিরিজের তৃতীয় ম্যাচে তাই করুণের জায়গাটি নিয়ে যথেষ্ট ভাবনাচিন্তা করতে হবে গৌতম গম্ভীর ও শুভমন গিলকে।      

 

Comments :0

Login to leave a comment