WEATHER

নিম্নচাপের জেরে বৃষ্টি হবে সপ্তাহ জুড়ে

রাজ্য কলকাতা

রবিবার দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে একটি নিন্মচাপ হয়েছে। সেই নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের এলাকায় অবস্থিত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী ২ দিনের মধ্যে নিম্নচাপটি ঝাড়খণ্ড এবং উত্তর-ছত্তিশগড়ের দিকে ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
সোমবার ও মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই জেলা গুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। গোটা সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সব জেলাতেই। কলকাতা সংলগ্ন জেলা গুলিতেও মাঝারি বৃষ্টি হবে।

উত্তরবঙ্গে নিম্নচাপের প্রভাব সরাসরি ভাবে না পড়লেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই দুই জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টিও হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

Comments :0

Login to leave a comment