চাপড়ায় আক্রান্ত হয়েছেন কলেজ অধ্যক্ষ এবং পরিবেশ কর্মী শুভাশিস পণ্ডা। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যের ভাই আক্রমণ করেন তাঁকে। ঘটনার প্রতিবাদে নামছেন মালদহের বিজ্ঞানকর্মী এবং পরিবেশ কর্মীরা।
নদীয়ার চাপড়ায় গভর্মেন্ট কলেজের অধ্যক্ষ তথা পরিবেশকর্মী ও গবেষক ডঃ শুভাশিস পণ্ডা জীব বৈচিত্র্যপূর্ণ এলাকায় ক্ষেত্রসমীক্ষা করতে গিয়ে আক্রান্ত হন। তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করে স্থানীয় দুষ্কৃতীরা।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বলেছে, ডঃ শুভাশিস পণ্ডা জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তা দিয়ে জন সচেতনতামূলক বোর্ড লাগিয়েছিলেন। তা তুলে ফেলে দেয় দখলদার দুষ্কৃতীরা। ডঃ পণ্ডা এখনও আহত হয়ে এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কলকাতায় তাঁর নিজের বাসভবনে চিকিৎসাধীন। আগামী বুধবার সন্ধ্যা সাড়ে ৫টায় অতুল মার্কেট চত্বরে জমায়েত করে প্রতিবাদ জানাবেন পরিবেশ ও জনবিজ্ঞান কর্মীরা। হবে মিছিলও।
চাপড়ার এই ঘটনার কথা বলতে গিয়ে সংবাদমাধ্যমের সামনে কেঁদে ফেলেছিলেন এই অধ্যাপক এবং পরিবেশ কর্মী। কৃষি ফলনের স্বার্থেই পরিবেশ সংরক্ষণের গবেষণা ও প্রচারে যুক্ত তিনি। তাঁকে নিগ্রহে জড়িত হাটখোলা পঞ্চায়েতে তৃণমূল সদস্যের দাদা। পরিবেশ সচেতনার প্রচারে লাগানো বোর্ড ভেঙে দেয় ওই দুষ্কৃতী। রাজ্যের বিভিন্ন জায়গায় অধ্যাপক, শিক্ষকদের ওপর তৃণমূলের হুমকি হামলার কড়া প্রতিবাদে শামিল এসএফআই সহ বিভিন্ন সংগঠন।
অধ্যাপক পণ্ডাকে নিগ্রহের প্রতিবাদ রাজ্যের বিভিন্ন এলাকায় হচ্ছে।
Chapra Shubhashish Panda
চাপড়ায় অধ্যাপক নিগ্রহের প্রতিবাদে মিছিলের ডাক মালদহেও
আক্রান্ত অধ্যক্ষ।
×
Comments :0