থাইল্যান্ডকে হারিয়ে ইতিহাস রচনা করল ভারতের মহিলা ফুটবল দল। ২-১ গোলে জিতে এএফসি এশিয়ান উইমেন্স যোগ্যতা অর্জন করল ভারত। থাইল্যান্ডের চিয়াং মেই স্টেডিয়ামে জয় পেল সংগীতা বাসফোররা। জোড়া গোল করেছেন সংগীতা বাসফোর। ২৯ ও ৭৪ মিনিটে গোল পান সংগীতা। থাইল্যান্ডের বিরুদ্ধে এটি প্রথম জয় ভারতের মহিলা ফুটবল দলের। পুরুষ দল যেখানে কিছুদিন আগেই থাইল্যান্ডের কাছে হেরেছিল। সেখানে ইতিহাস রচনা করল মহিলা দল। আগামী বছর অস্ট্রেলিয়াতে আসর বসবে এই প্রতিযোগিতার । এবারের লক্ষ্য আগামী ২০২৭ উইমেন্স ওয়ার্ল্ড কাপে যোগ্যতা অর্জন করা।
AFC Asean Women's Qualifiers
ইতিহাস রচনা ভারতের মেয়েদের

×
Comments :0