লিডসে প্রথম টেস্টে হারের পর এজবাস্টনে ঘুড়ে দাঁড়াল ভারত। ৩৩৬ রানে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতল সুভমন গিলরা। গত ইনিংসে বোলিংয়ে ভারতের নায়ক ছিলেন সিরাজ। এই ইনিংসে নায়ক আকাশদ্বীপ। এদিন মোট ৫টি উইকেট নিয়ে কপিল দেব , চেতন শর্মা , ইশান্ত শর্মা ও বুমরার সঙ্গে একাসনে বসলেন আকাশদ্বীপ। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এই চার ভারতীয় মোট ৫ টি করে উইকেট নিয়েছিলেন। সেই জায়গায় এবার স্থান পেলেন আকাশদ্বীপও। গত ইনিংসে সিরাজ মোট ৬ টি উইকেট নিয়েছিলেন । এই ইনিংসে আকাশদ্বিপও নিলেন মোট ৬ টি উইকেট। ইংল্যান্ডের হয়ে উইকেটরক্ষক জেমি স্মিথ ৮৮ রান করে কিছুটা চেষ্টা করলেও ফল মেলেনি। আকাশদ্বিপ , প্রসিদ্ধ কৃষ্ণদের বোলিং দাপটে ২৭১ রানেই শেষ হল ইংল্যান্ডের ইনিংস। আপাতত সিরিজের ফলাফল দাঁড়াল ১-১ । আগামী ১০ তারিখ সিরিজের তৃতীয় ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে।
India vs England Test Series
এজবাস্টনে প্রত্যাবর্তন ভারতের

×
Comments :0