Tamil Nadu Blast

তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণ, ঝলসে মৃত ৯

জাতীয়

Tamil Nadu Blast

 
সোমবার সকালে বাজি তৈরির কারখানায় আগুন লেগে তামিলনাডুর আরিয়ালুরে কমপক্ষে ন’জন কর্মীর মৃত্যু হয়েছে। ভিরাগালুর গ্রামে ওই কারখানায় আচমকাই আগুন লাগে। পুলিশ সূত্রে খবর, প্রথমে কারখানায় কোনও কারণে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দমকল এসে আগুন নেভানোর কাজ শুরু করার মাঝেই ৯ জনের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। ঘটনায় জখম হয়েছেন একাধিক মানুষ। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ৫ জন। তাদের থাঞ্জাভুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। জানা গেছে নিহতদের মধ্যে রয়েছেন তিনজন মহিলা রয়েছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
এদিন রাত পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে সঠিক কিছু জানতে পারেনি পুলিশ। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তাঁদের চিকিৎসায় যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারপিছু তিন লক্ষ টাকা এবং জখমদের চিকিৎসায় মাথাপিছু ৫০ হাজার টাকা ঘোষণা করেছেন তিনি। কারখানার ভিতর দুটি গাড়ি বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে গিয়েছে।

 
 

Comments :0

Login to leave a comment