গত বুধবার দুপুরে ইছামতী নদী থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার হয়। বনগাঁ থানার ঘাট থেকে দেহ দুটি উদ্ধার করে পুলিশ। দেহ দুটির মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ের। মৃত দুই শিশুর বয়স বয়স ৩ থেকে ৬ বছর জানা যায় পুলিশ সূত্রে। ওই ঘটনার পর শনিবার ফের ইছামতি নদী থেকে দেহ উদ্ধার হলো। এবার উদ্ধার হলো এক মহিলার দেহ। শনিবার সকালে বনগাঁর বসাকপাড়া এলাকার ইছামতি নদীতে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার হলো।
স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন সকালে বসাকপাড়া স্নানের ঘাটে স্নান করতে আসেন স্থানীয়রা। আর তখনই দুর্গন্ধ পান তাঁরা। নদীতে একজন সাঁতারও কাটছিলেন। তিনিই প্রথম লক্ষ্য করেন যে, নদীতে একটি মৃতদেহ ভাসছে। বিষয়টি সম্পর্কে আরও একটু ভালোভাবে বুঝতে ওই ব্যক্তি সাঁতার কেটে আরো কিছুটা এগিয়ে যান। তখন তিনি দেখেন, দেহটি একজন মহিলার। এরপর বনগাঁ থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। এখন পর্যন্ত মহিলার পরিচয় জানা যায় নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Comments :0