কর্মরত অবস্থায় রানিগঞ্জের বল্লভপুর পেপারমিলে দুর্ঘটনায় মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। মৃতের নাম ব্রজেন মণ্ডল (৫১)। বাড়ি নূপুর গ্রামে।
নিহত শ্রমিকের সহকর্মীরা জানান, শুক্রবার রাতের শিফটে কাজে যোগ দিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। কারখানার ভিতর তাঁকে একটি গাড়ি ধাক্কা দেয়। মাথায় গুরুতর আঘাত লাগে। গভীর রাতে তাঁকে রানিগঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শনিবার কারখানায় নিহত শ্রমিকের সহকর্মীদের সঙ্গে মৃতের পরিবার পরিজনেরা ক্ষতিপূরণের দাবি জানিয়ে পেপারমিলের গেটে বিক্ষোভ দেখায়। ক্ষতিপূরণের জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে মৃতের পরিজন ও সিআইটিইউ নেতৃবৃন্দ দাবি জানান। আলোচনায় মৃতের নিকটাত্মীয়কে চাকরি ও নগদ দশ লক্ষ টাকা দেওয়ায় সিদ্ধান্ত নিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
কারখানায় শ্রমিকদের অভিযোগ, নিরাপত্তার ঘাটতি রয়েছে। কাজের জায়গায় পর্যাপ্ত আলো ও সুরক্ষা সরঞ্জামের ঘাটতি রয়েছে। শনিবার ব্রজেন মণ্ডলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Comments :0