সোমবার উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচে ভাদোদরা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে গতবারের দুই ফাইনালিস্টরা। বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে তনুজা , প্রিয়া মিশ্রদের দিল্লি ক্যাপিটালস। এর আগে মোট ৫ বারের মুখোমুখি সাক্ষাতে দিল্লি জিতেছে মোট ৫টি ।অন্যদিকে বেঙ্গালুরু জিতেছে মাত্র ১টি। কিন্তু ১টি ছিল গতবছরের ফাইনাল ম্যাচটি। তাই পরিসংখ্যানে এগিয়ে থাকলেও একেবারেই স্বস্তিতে নেই জোনাথন ব্যাটির দল। প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের পর সেই ধারাবাহিকতাটা বজায় রাখতে চায় রাজধানী শহরের দলটি । গতবারের চ্যাম্পিয়নরা অবশ্য জয় দিয়েই শুরু করেছে এই বছরের যাত্রা। গত ম্যাচে সেরা হয়েছিলেন শিলিগুড়ির বঙ্গতনয়া রিচা ঘোষ । করেছিলেন ৬৪রান। স্মৃতি মান্দানার দুর্দান্ত অধিনায়কত্বের সুফল এখনো পেয়ে চলেছে দক্ষিণ ভারতের এই ফ্রাঞ্চাইজ দলটি। দিল্লির শেফালী , জেমিমারাও রয়েছেন ভালো ফর্মে
Comments :0