বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় ঘরে সিলিং ফ্যানের হুকে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন বাড়ির পরিচারিকা। গামছা কেটে নামিয়ে তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম ডাঃ সুমিত খটিক(৪০)। বর্ধমান শহরের ইন্দ্রকানন এলাকায় তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে উল্লাস এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর রোগী দেখার কথা ছিল। সেই হাসপাতালে থেকে তাঁকে যাওয়ার জন্য ফোন করা হয়। কিন্তু তিনি অসুস্থ বলে ফোনে জানান। পুলিশ লাইন এলাকাতেও তাঁর একটি ক্লিনিক ছিল। সেখানে তিনি না যাওয়ার কথা জানিয়ে দেন। এরপরই সন্ধ্যায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান। তবে, তাঁর আত্মহত্যার কারণ নিয়ে মুখ খুলতে চাননি পরিবারের লোকজন।
Comments :0