Municipality recruitment scam

পৌরসভার নিয়োগ মামলায় বহাল রইলো সিবিআই তদন্তের নির্দেশ

রাজ্য

পৌরসভা নিয়োগ দুর্নীতিতে বহাল রইলো সিবিআই তদন্তের নির্দেশ। বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থদসারথি চট্টোপাধ্যায়ের ডিভিসন বেঞ্চের পক্ষ থেকে বিচারপতি অমৃতা সিনহার রাব হাল রেখেছে।
নিয়োগ দুর্নীতির তদন্ত চলাকালিন তৃণমূল ঘনিষ্ট অয়ন শীল গ্রেপ্তার হওয়ার পর পৌরসভা নিয়োগ দুর্নীতির বিষয়টি সামনে আসে। সেই সময় বিভারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পৌরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে মামলা যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসের মামলা ওঠে। 
রাজ্য সরকারের পক্ষ থেকে রায় পূর্নবিবেচনার আবেদন করা হলে বিচারপতি সিনহা তা খারিজ করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখেন। বিচারপতি সিনহার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিসন বেঞ্চের দারস্থ হব রাজ্য। এদিন সেখানেও মুখ পুড়েছে রাজ্যের। ডিভিসন বেঞ্চ বিচারপতি সিনহার রায় বহাল রেখেছেন।

Comments :0

Login to leave a comment