Editorial

অতি দক্ষিণপন্থার বিষক্রিয়া

সম্পাদকীয় বিভাগ

আমেরিকায় অতি দক্ষিণপন্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ে ভারতের হিন্দুত্ববাদী অতি দক্ষিণপন্থী শাসক আরএসএস-বিজেপি যে উল্লসিত তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিনন্দনবার্তা থেকেই স্পষ্ট। শাসক দলের অন্য নেতা মন্ত্রীদের হাবেভাবেও বোঝা যাচ্ছে তারা বেজায় খুশি। আসলে ট্রাম্পের জয়ের ফলে মোদীর দল ভাবছে ভারতের অভ্যন্তরে তাদের দক্ষিণপন্থী রাজনীতির পালে বাড়তি হাওয়া লাগতে পারে। বিশেষ করে গত লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা খুইয়ে মোদীর দল যেভাবে কোণঠাসা হয়ে পড়েছিল তাতে গতি ফেরাতে ট্রাম্পের উপর ‍‌কিঞ্চিত হলেও ভরসা রাখতে চাইছে বিজেপি। দেশ ভিন্ন ভিন্ন হলেও এবং প্রেক্ষিত ভিন্ন রকমের হলেও আদর্শগত ভাবনায় সব দেশের অতি দক্ষিণপন্থীদের মধ্যে একটা‍‌ যোগসূত্র আছে। তাই ইজরায়েলের উগ্র জাতীয়তাবাদী সরকারের সঙ্গে মোদী সরকারের এত ঘনিষ্ঠতা। ইতালিতে অতি দক্ষিণপন্থী সরকার গঠনের পর নরেন্দ্র মোদী সাততাড়াতাড়ি পাড়ি দিয়েছিলেন ইতালি সফরে। ব্রাজিলে আগের অতি দক্ষিণপন্থী সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে মোদী সরকার অতি তৎপর হয়ে উঠেছিল। পরে সেই সরকারকে হারিয়ে যখন লুলার নেতৃত্বে বামঘেঁষা সরকার গঠন হয় তখন যথারীতি মোদী সরকারের উৎসাহ দমে যায়।
উদার গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র কাঠামোয় পুঁজিবাদের বিকাশের প্রশ্নে পুঁজিবাদীদের মধ্যেই দ্বন্দ্ব বাড়ছে বিগত বেশ কয়েক বছরে। অতি বৃহৎ একচেটিয়া পুঁজি মনে করছে পুঁজির অতি কেন্দ্রীভবনে এবং অতি মুনাফা সংগ্রহে উদার গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যাশিত সুফল দিতে পারছে না। তাই পুঁজি চাইছে পুঁজির উপর রাষ্ট্রের সব নিয়ন্ত্রণ প্রত্যাহার করতে এবং শ্রমখাতে ও করখাতে ব্যয় কমিয়ে মুনাফার হার বাড়াতে। উদার গণতান্ত্রিক রাজনীতি পুঁজির এই চাহিদা পূরণ ঠিকঠাক করতে পারছে না বলেই গণতন্ত্রের বিপরিতে রক্ষণশীল তথা অতি দক্ষিণপন্থী রাজনীতির শক্তি বাড়ছে। সাধারণ মানুষের বাস্তব সঙ্কটকে ব্যবহার করে অতি দক্ষিণপন্থী রাজনীতি ‘উত্তর সত্যের’ কৌশল প্রয়োগ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও বিপথগামী করতে চাইছে। এক্ষেত্রে তারা পরি‍চিতি সত্তাকে যেমন ব্যবহার করছে তেমনি কাজে লাগাচ্ছে উগ্র জাতীয়তাবাদী ধারণাকে। মানুষকে ধর্মের ভিত্তিতে, জাতি-বর্ণের ভিত্তিতে, ভাষা-সংস্কৃতির ‍‌ভিত্তিতে, অবাসী-অভিবাসী ভিত্তিতে বিভাজন তৈরি করছে। শোষিত-বঞ্চিতদের মধ্যে ভীতির সঞ্চার করে মিথ্যা তথ্য ও কুযুক্তি দিয়ে বিদ্বেষ তৈরি করছে। গণতান্ত্রিক সমাজের মানবিক মূল্যবোধকে ঘৃণা ও বিদ্বেষে রূপান্তরিত করছে। আমেরিকা থেকে শুরু করে ইতালি, ইজরায়েল হয়ে ভারতে সর্বত্র এই ঘৃণা ও বিদ্বেষের চাষ অতি দক্ষিণপন্থীরা অমানবিক অধঃপতনের দিকে নিয়ে যেতে চাইছে।
 

Comments :0

Login to leave a comment