কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষের সূচনা হল মালদহেও। সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষে সারা বছর চলবে অনুষ্ঠান। ১৬ আগস্ট, শনিবার, রাজ্যের সব জেলার পাশাপাশি মালদহেও শুরু হয়েছে এই উদ্যোগ।
এদিন প্রভাতফেরি হয় মালদহ শহরের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে সুকান্ত মূর্তি পর্যন্ত। সুকান্ত মূর্তিতে পুষ্পার্ঘ্য দেওয়া হয়। সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উদ্যাপন কমিটির উদ্যোগে হয়েছে প্রভাতফেরি। সুকান্ত মূর্তিতে শ্রদ্ধা জানান উদ্যাপন কমিটির কার্যকরী সভাপতি মিতা ঘোষ ও বিকাশ কুমার রায়, যুগ্ম সম্পাদক সুশান্ত সাহা ও গজেন কুমার বাড়ই, সহ সভাপতি রাহুল রঞ্জন দাস, অধ্যাপিকা ব্রততী মিশ্র, সুভাষ প্রামাণিক, রণজিৎ চক্রবর্তী, অম্বর মিত্র।
স্থানীয় দোকান ব্যবসায়ী সহ বহু মানুষ কর্মসূচিতে যোগ দেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অধ্যাপিকা ব্রততী মিশ্র। সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে।
Sukanta Bhattacharya Maldah
কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষের সূচনা মালদহে

×
Comments :0