Putin Trump India

ট্রাম্প-পুতিন বৈঠককে স্বাগত জানালো ভারত

জাতীয়

আলাস্কায় আমেরিকা-রাশিয়া শীর্ষ বৈঠককে স্বাগত জানালো ভারত। বৈঠককে ‘শান্তির পক্ষে’ বলেছে বিদেশ মন্ত্রক।
আলাস্কায় এই বৈঠকের পর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘‘আলোচনা ইতিবাচক হয়েছে। সফল হয়েছে বৈঠক।’’ 
রাশিয়া এবং ইউক্রেন সংঘাত থামানোর লষ্য জানিয়ে বৈঠকে বসেন ট্রাম্প। পুতিনের নেতৃত্বে রাশিয়া বারবারই সংঘাতের জন্য দায়ী করেছে আমেরিকার নেতৃত্বাধীন যুদ্ধজোট ‘ন্যাটো’-কে। রাশিয়া বলেছে, পূর্ব ইউরোপে শান্তির স্বার্থেই ইউক্রেনকে ন্যাটো থেকে দূরে থাকতে হবে। 
পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প দীর্ঘক্ষণ ফোনে কথা বলেছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে। ন্যাটোর সচিব মার্ক রুটও ফোন কলে যুক্ত হন। ইউরোপের একাধিক দেশের সঙ্গে কথা হয় ফোনে।
ট্রাম্প এর আগে রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনার জন্য ভারতের ওপর আমদানি শুল্কে জরিমানা বসান। ভারতের পণ্য আমেরিকা আমদানি করলে মোট ৫০ শতাংশ শুল্ক চাপানো হবে। 
শনিবার ভারতের বিদেশ মন্ত্রক বলেছে, ‘‘ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের এই বৈঠককে স্বাগত জানানো হচ্ছে। শান্তির পক্ষে তাঁদের উদ্যোগ প্রশংসার যোগ্য।’’
মন্ত্রক বলেছে, ‘‘ইউক্রেন সংঘাত একমাত্র কূটনীতি এবং আলোচনার মাধ্যমেই মিটিয়ে ফেলা সম্ভব। ইউক্রেন সংঘাতের দ্রুত অবসান চাইছে ভারত।’’
আন্তর্জাতিক স্তরে মোদীর নেতৃত্বাধীন ভারত বারবারই ট্রাম্প প্রশাসনের অনুগত অবস্থান নিয়েছে। ভারতের ওপর আমদানি শুল্ক এবং পরে জরিমানা চাপানোর সিদ্ধান্তের জন্য ট্রাম্পের নিন্দা করতে পারেনি। কেবল বলেছে ভারতের পক্ষে লাভজনক রাশিয়ার থেকে কম দামে তেল আমদানি। দেখা গিয়েছে আমেরিকার হুমকিতে রাশিয়ার থেকে তেল আমদানি কমিয়েছে ভারত।

Comments :0

Login to leave a comment