KOLKATA DERBY

গুয়াহাটিতেই হবে ডার্বি

খেলা

আগামী ১১ জানুয়ারি ডার্বি হবে গুয়াহাটিতে। কলকাতায় ডার্বি ম্যাচ হবে না তা আগেই বলা হয়েছিল। এই কথা আগেই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল। ওই সময় গঙ্গাসাগর মেলা থাকায় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পুলিশ দিতে পারবেনা সরকার। তাই ম্যাচ অন্যত্র সরে যাওয়ার একটা জল্পনা ছিল। 

গুয়াহাটিতে হতে চলেছে আইএসএলের ফিরতি ডার্বি। এটি মোহনবাগানের হোম ম্যাচ। তবে এর ফলে বাঙালি দর্শকেরা বঞ্চিত হবেন ফুটবলের মক্কা কলকাতায় ভারত তথা এশিয়ার সেরা ফুটবল ডার্বি ম্যাচ দেখার থেকে। এদিন ডার্বি অন্যত্র হওয়ার কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হল মোহনবাগান সুপার জায়ান্টের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে। দুই দলের সমর্থকরা এবার প্রস্তুতি শুরু করে দেবেন গুয়াহাটি যাওয়ার।

Comments :0

Login to leave a comment