সিকিম বিপর্যয়ে শিলিগুড়ির ৪নং ওয়ার্ডের মহারাজা কলোনির বাসিন্দা মহম্মদ মুক্তার বেঁচে ফিরলেও তিস্তা নদীর গ্রাসে হারিয়ে গেছে তাঁর তিন সন্তান। মৃত অবস্থায় এক ছেলেকে উদ্ধার করা গেলেও তলিয়ে যাওয়া দুই মেয়ের কোন খোঁজ নেই। একটি গাছের মগডালে উঠে গাছ জাপটে ধরে রয়েছেন এক ব্যক্তি। দুই পাশ জুড়ে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালিয়ে গাছের নীচে দিয়ে বয়ে চলেছে তিস্তা। সিকিমের বিপর্যয়ের পরেই সোস্যাল মিডিয়া জুড়ে সেই ছবি ছড়িয়ে পড়েছিলো। শিলিগুড়িবাসী ওই ব্যক্তি কর্মসূত্রে সিকিমের রঙপোতে থাকতেন। সেই রাতে ঘুমন্ত অবস্থায় কোন কিছু বুঝে ওঠার আগেই তিস্তার নদীর জল ঘরের ভেতরে ঢুকে হাত ধরার আগেই তিন সন্তানকে ভাসিয়ে নিয়ে যায়। সারা রাত গাছ জড়িয়ে রেখে প্রাণে বেঁচে ফিরেছেন তিনি। চোখের সামনে তিনি একের পর এক তিন সন্তানের মৃত্যু দেখেছেন। কিছুতেই শান্ত হতে পারছেন না। ফেরার পর থেকে কেঁদেই চলেছেন।
Comments :0