Biporjoy Storm

বিপর্যয়ের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

জাতীয়

তীব্র গতীতে এগিয়ে আসছে ঘুর্ণিঝড় ‘বিপর্যয়’। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আগাম সতর্কতা জারি করেছে। বৃহষ্পতিবার অর্থাৎ ১৫ জুন গুজরাট উপকূলে ল্যান্ডফল হবে বিপর্যয়ের ৷ ল্যান্ডফলের সময় ঘণ্টায় ১৯৫ কিমি গতিবেগে বইতে পারে ঝড়। সঙ্গে থাকবে অতি ভারী বৃষ্টি। আরব সাগরে সৃষ্ট হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ প্রচণ্ড শক্তি নিয়ে ভারত-পাকিস্তান উপকূলের কাছাকাছি অবস্থান করছে। বিপর্যয়ের প্রভাবে দক্ষিণাঞ্চলের রাজ্য গুজরাট এবং পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য সিন্ধের উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।


ইতিমধ্যেই গুজরাত উপকূলের গ্রামগুলি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাধারণ মানুষকে। প্রায় ৭৪ হাজার মানুষকে সরানো নেওয়া হয়েছে বলে খবর। বিপর্যয় গুজরাতের কচ্ছ ও পাকিস্তানের করাচির মধ্যেই আছড়ে পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিপর্যয় ঝড়ের চিত্র স্পেস থেকেও ধরা পড়েক্ষে। সেই ছবি তুলে পাঠিয়েছে মহাকাশে থাকা বিজ্ঞানীরা

Comments :0

Login to leave a comment