ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে রবিবার সকাল সাড়ে নটা নাগাদ নিখোঁজ হয়ে যায় মামা ও ভাগনা। মামা অভ্র বসাক (১৭)'র বাড়ি কালনা থানার ধাত্রীগ্রামের বিবিরজোলে এবং ভাগনা সঞ্জু বসাক(২২)'র বাড়ি হুগলি জেলার চন্দননগরে। দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ুয়া সঞ্জু পুজোয় মামাদের বাড়ি এসেছিল। এদিন সকালে পরিবারের অন্যান্যদের সঙ্গে মামা ভাগনা নদী ঘাটে কালি প্রতিমা বিসর্জন দেয়। তারপরই তারা একটি সাইকেলে ধাত্রীগ্রামের জিবিএম ইট ভাটা ঘাটে স্নান করতে যায়। সাঁতার না জানায় তারা দুজনেই ভাগীরথীর স্রোতে গভীর জলে ভেসে গিয়ে তলিয়ে যায়। ঘাটের পড়ে থাকে তাদের জুতো, গামছা এবং সাইকেল। এই খবর পাওয়ার পর নদীর জলে বিপর্যয় মোকাবিলা দলের ডুবুরি নামানো হয়। কিন্তু দীর্ঘক্ষন অনুসন্ধান চালিয়েও এই খবর লেখা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।
Comments :0