Vigyan Darpan

প্রকাশ হল বিজ্ঞানের দর্পন শারদ পত্রিকা

জেলা

বিজ্ঞানের দর্পন শারদ পত্রিকা প্রকাশ হল বাউড়িয়ায়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বাউড়িয়া বিজ্ঞান কেন্দ্রের শারদ বুক স্টলেই সংগঠনের মুখপত্র বিজ্ঞানের দর্পন শারদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধ্যাপক কুন্তল চট্টোপাধ্যায়।

 বাউড়িয়া বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে শারদ বুক স্টল -এর উদ্বোধন হয়েছে বাউড়িয়ার ফোর্টগ্লস্টরে। বাউড়িয়া বিজ্ঞান কেন্দ্রের বুক স্টলে ডেঙ্গু সহ বিভিন্ন সংক্রামক রোগ ও বিজ্ঞান সচেতনতা বিষয়ক পোস্টার প্রদর্শনীও হয়েছে। শারদ বুক স্টল বেশ  জমজমাট দেখা গেল রবিবার রাতেও।

Comments :0

Login to leave a comment