Basirhat Murder

ভাত দিতে দেরি, স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ

জেলা


ভাত দিতে দেরি হওয়ায় স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বসিরহাট পুলিশ জেলার স্বরূপনগর থানার তেপুল-মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের দামাটি গ্রামে। জানা গিয়েছে বুধবার দুপুরে ভাত খেতে চায় ছাত্তার মোল্লা। স্ত্রী তুহারা বিবি(৫৩) ভাত দিতে দেরি করায় ক্ষিপ্ত হয়ে ওঠে ছাত্তার মোল্লা। অভিযোগ স্ত্রী তুহারাকে দড়ি দিয়ে বেঁধে এলোপাতাড়ি কোপাতে থাকে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। স্থানীয় সূত্রে জানা গেছে এর আগেও সাত্তার মোল্লা তার স্ত্রীকে মারধর করতেন। ভাত দিতে দেরি হওয়ায় এই ঘটনা নাকি এর পিছনে অন্য কোন কারণ রয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ।

 

Comments :0

Login to leave a comment