প্যালেস্তাইনের ইতিহাসে সবচেয়ে ভয়ংকরতম শিশু হত্যা হয়েছে চলতি বছরের যুদ্ধে। প্যালেস্তাইন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসা আলবানিজ শুক্রবার বলেছেন, ইজরায়েল প্রয়োজনীয় ওষুধের প্রবেশ বন্ধ করে দেওয়ায় গাজায় অন্তত এক হাজার শিশুকে অ্যানেস্থেসিয়া ছাড়াই ওপারেশন করা হয়েছে। জাতিসংঘের বিশেষ দূত এক্স-এ লিখেছিলেন, "আমাদের শতাব্দীর শ্রেষ্ঠ ভীতি।" তিনি বলেন, ইজরায়েল গাজার 'নিরাপদ' এলাকাগুলোতে বোমা বর্ষণ করছে।
"এটি পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দিচ্ছে, অগণিত শিশুকে অনাথ করে তুলছে এবং অগণিত পুরুষ ও মহিলাকে তাদের সন্তানদের বেদনার মধ্যে বেঁচে থাকতে বাধ্য করছে," তিনি লিখেছেন। তিনি বলেন, গাজার প্রতিটি গল্পই বেদনাদায়ক।
অন্যদিকে ইউনিসেফ জানিয়েছে, গাজায় ইজরায়েলের ভয়াবহ বোমা হামলায় অন্তত ৯ হাজারেরও বেশি শিশু আহত হয়েছে।
ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক আঞ্চলিক পরিচালক অ্যাডেল খোদর শুক্রবার বলেছেন, পশ্চিম তীরে ইজরায়েলিদের হাতে নিহত শিশুদের সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
খোদর বলেন, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে শিশুদের জন্য ২০২৩ সাল ছিল সবচেয়ে প্রাণঘাতী বছর, যেখানে সংঘাত জনিত হিংসা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।
ISRAEL PALESTINE CONFLICT
প্যালেস্তিনীয় শিশুদের জন্য ২০২৩ সবচেয়ে প্রাণঘাতী বছর: ইউনিসেফ
×
Comments :0