Elephant

ফের হাতির তাণ্ডব ডুয়ার্সে, আতঙ্কে গ্রামবাসী

জেলা

ডুয়ার্সের লোকালয়ে ফের বুনো হাতির আনাগোনা। মঙ্গলবার রাতে মেটেলি ব্লকের উত্তর ধূপঝোড়া কাষ্টুধুরা বনবস্তি এলাকায় এক বিশাল বুনো হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় ন’টার সময় পানঝোড়া জঙ্গল থেকে বেরিয়ে আসে ওই হাতিটি। মুহূর্তের মধ্যেই সেটি ঢুকে পড়ে গ্রামের ধানক্ষেতে এবং একের পর এক পাকা ফসল নষ্ট করে দেয়। কৃষকরা জানান, ধান কাটার মরসুমে এভাবে হাতির দাপটে তাঁদের চাষবাস মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।
গ্রামবাসীরা দ্রুত বনদপ্তরে খবর দিলে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের সঙ্গে স্থানীয় যুবকেরাও হাত মেলান হাতিটিকে জঙ্গলে ফেরানোর কাজে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর অবশেষে হাতিটিকে ফেরানো সম্ভব হয়।
তবে টানা কয়েকদিন ধরে হাতির উপদ্রব অব্যাহত থাকায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। তাঁদের দাবি, বনদপ্তর যেন দ্রুত কার্যকরী পদক্ষেপ নিয়ে এই সমস্যা থেকে মুক্তি দেয়।

Comments :0

Login to leave a comment