উত্তর-পূর্ব রাজ্যের নতুন করে হিংসায় মঙ্গলবার মণিপুরের মোরেহ শহরে উগ্রবাদী অতর্কিত হামলায় চার পুলিশ কমান্ডো এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) জওয়ান আহত হন। থাউবাল জেলার লিলং এলাকায় অজ্ঞাত সশস্ত্র দুর্বৃত্ত এবং স্থানীয়দের মধ্যে সংঘর্ষে চার বেসামরিক লোক গুলিবিদ্ধ হওয়ার একদিন পর এই ঘটনাটি ঘটেছে।
বন্দুকধারীরা পুলিশ কমান্ডোদের বহনকারী গাড়িগুলিকে লক্ষ্যবস্তু করে যখন তারা বর্মা সীমান্তের কাছাকাছি মোরেহ যাচ্ছিল। সূত্রের মতে, নিরাপত্তা বাহিনী যখন তল্লাশি অভিযান চালাচ্ছিল তখন বন্দুকধারীরা রাষ্ট্রীয় কমান্ডোদের উপর গুলি চালায়।
মণিপুর সাম্প্রতিক হিংসার নতুন ঘটনাগুলির সাথে ঝাঁপিয়ে পড়েছে। সোমবারের হিংসার ঘটনায় চারজন সাধারণ নাগরিকের মৃত্যু রাজ্য সরকারকে থাউবাল এবং ইম্ফল পশ্চিম জেলায় পুনরায় কারফিউ জারি করতে বাধ্য করেছে। চারজনের মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
Comments :0