Kolkata Book Fair

আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু ২২ জানুয়ারি

রাজ্য কলকাতা

৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হবে আগামী ২২ জানুয়ারি। মেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে একথা জানান পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে। সল্টলেকের ‘বইমেলা প্রাঙ্গণে’ মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গিল্ড সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, এবারের পুস্তকমেলার ‘ফোকাল থিম কান্ট্রি’ হিসাবে অংশ নেবে আর্জেন্টিনা। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চ্যাটার্জি এবং সভাপতি সুধাংশু শেখর দে। এছাড়াও ছিলেন কলকাতার আর্জেন্টিনা দূতাবাসের দুই প্রতিনিধি-সহ বিশিষ্টজনেরা। এদিন বইমেলার লোগোও উদ্বোধন হয়। 
বইমেলার আয়োজকদের তরফে এদিন জানানো হয়েছে এবারে আর্জেন্টিনার পাশাপাশি ব্রিটেন, যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, পেরু, কলোম্বিয়া, জাপান ও থাইল্যান্ডসহ একাধিক দেশ অংশ নেবে। অংশ নেবে উত্তরপ্রদেশ, কর্নাটক, ওডিশা, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা ও মধ্যপ্রদেশ। এবারও থাকছে না বাংলাদেশ। থাকবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন ও শিশুদের জন্য বিশেষ চিলড্রেন্স প্যাভিলিয়ন। ২০২৫ সালের বইমেলায় প্রায় ২৭ লক্ষ বইপ্রেমীর সমাগম হয়েছিল মেলাা প্রাঙ্গনে। ২৩ কোটি টাকার বেশি বই বিক্রি হয়েছিল। আয়োজকদের আশা এই বছর সেই সংখ্যা আরও বাড়বে।

Comments :0

Login to leave a comment