দেওয়াল ভেঙে প্রাণ হারালেন দিল্লির ৮ বাসিন্দা। হরিনগর এলাকায় মৃত্যু হয়েছে মহিলা এবং শিশুদেরও।
সকাল সাড়ে ৯টা নাগাদ দিল্লির দমকল দপ্তরে দেওয়াল ভেঙে পড়ার খবর আসে। মৃতদের নাম শাবিবুল (৩০), রবিবুল (৩০), মুত্তু আলি (৪৫), রুবিনা (২৫), ডলি (২৫), রুকসানা (৬) এবং হাসিনা (৭)।
দেওয়াল ভেঙে পড়ার সঠিক কারণ জানা যায়নি। তবে গত চব্বিশ ঘন্টায় দিল্লিতে প্রচুর বৃষ্টি হয়েছে।
গত ৩০ জুলাই দিল্লির সেহগল কলোনিতে দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হয় মা ও ছেলের।
Delhi Wall Collapse
দেওয়াল ভেঙে দুই শিশুসহ ৮ জনের মৃত্যু দিল্লিতে

×
Comments :0