France 'human trafficking'

ফ্রান্সে ৩০৩ ভারতীয় যাত্রী সহ বিমান আটক, ‘মানব পাচারের’ অভিযোগ

আন্তর্জাতিক

৩০৩ জন ভারতীয় যাত্রী নিয়ে নিকারাগুয়ায়াগামী একটি বিমান 'মানুষ পাচারের' সন্দেহে ফ্রান্সে অবতরণের ঘটনায় দু'জনকে আটক করা হয়েছে।
প্রসিকিউটরের কার্যালয় সূত্রে জানা গেছে, বিমানটি মানব পাচারের শিকার হতে পারে এমন ব্যক্তিদের নিয়ে যাচ্ছে বলে কর্মকর্তারা গোপন সংবাদ পেয়েছিলেন। 'লা মন্ড' সংবাদপত্রের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, জাতীয় সংগঠিত অপরাধ দমন ইউনিট জুনালকো এই তদন্তের দায়িত্ব নিয়েছে।

Comments :0

Login to leave a comment