AFC Champions League 2

এসিএল ২ তে মোহনবাগানের প্রতিপক্ষ হতে পারে রোনাল্ডোর দল

খেলা

AFC Champions League 2

কলকাতায় ম্যারাডোনা , পেলে , মেসি এর আগে এসে গেছেন। ২০১২ তে আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুবভারতীতে খেলেছিলেন মেসি । তবে আসা হয়নি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। তবে এইবার হয়তো মিটতে চলেছে রোনাল্ডোভক্তদের প্রতীক্ষা। এএফসির ( এশিয়ান ফুটবল কনফেডারেশন ) নিয়মানুযায়ী সৌদি লিগের তৃতীয় স্থানাধিকারী দলকে খেলতে হবে এসিএল ২ প্রতিযোগিতা। বর্তমানে ২৩ম্যাচে ৪৭পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আল নাসার । তৃতীয় স্থানে মরশুম শেষ করতে পারলেই মোহনবাগানের সাথে একই গ্রূপে পড়তে পারে রোনাল্ডোর দল । আপাতত উজবেকিস্তানের দল আন্ডিজন এফসি , তাজাঘিস্তানের দল এফসি ইস্টিকলল এবং মোহনবাগান এই তিনটি দলই যোগ্যতাঅর্জন করতে পেরেছে এসিএল ২ তে । সোমবার এএফসি এলিট লিগের আওয়ে ম্যাচে ইরানের দল এস্তেঘলাল এফসির বিরুদ্ধে নামবে রোনাল্ডোর আল নাসার । খেলা শুরু ভারতীয় সময় রাত ৯:৩০টায়।

Comments :0

Login to leave a comment