ANAYAKATHA | KRISHANU BHATTACHAJEE | PALASH MAS — MUKTADHARA | 2025 MARCH 9

অন্যকথা | কৃশানু ভট্টাচার্য্য | কেউ বলে পলাশের মাস — মুক্তধারা | ২০২৫ মার্চ ৯

সাহিত্যের পাতা

ANAYAKATHA  KRISHANU BHATTACHAJEE  PALASH MAS  MUKTADHARA  2025 MARCH 9

অন্যকথা | মুক্তধারা 

কেউ বলে পলাশের মাস

কৃশানু ভট্টাচার্য্য

কেউ বলে ফাল্গুন , কেউ বলে পলাশের মাস - প্রকৃতির দিকে চোখ রাখলেই আজ বসন্ত। বসন্ত মানে নানা রঙে রাঙিয়ে ওঠার দিন। সে রঙ দোলা দিয়ে যায় আমাদের হৃদয়কে। 
আবার এই বর্ণময় দিনেও কারো কারো চোখে শুধুই হতাশা, শুধুই দীর্ঘশ্বাস। দীর্ঘশ্বাসেরও মনে হয় একটা রং আছে। ‌ হতাশারও রং আছে। সে রঙ ধূসর। অর্ধেক আকাশকে নিয়ে উন্মাদনায় এখন ঘোর অমানিশার অন্ধকার। মৃন্ময়ীকে চিন্ময়ীতে রূপান্তরের পর আবার সেই মৃন্ময়ীকেই বিসর্জন দেওয়াটা আমাদের অভ্যাস, আমাদের পরম্পরা। অর্ধেক আকাশকে নিয়ে উন্মাদনায় আমরা সেই পরম্পরা কেই আপন করে নিই। 
আর তাই এই ফাগুনে শিমুল, পলাশ , অশোকের রামধনু রং ছটায় অর্ধেক আকাশ নিয়ে আমাদের সামগ্রিক উন্মাদনায় বিরক্ত হয়ে কেউ কি বলে ওঠে-
"ফুলগুলো সরিয়ে নাও আমার লাগছে!"

Comments :0

Login to leave a comment