চা বাগানের ম্যানেজারকে বাগানের মধ্যেই নৃশংসভাবে খুনের ঘটনায় এলথুরাস এক্কা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ফাঁসিদেওয়া ব্লকের জয়ন্তিকা চা বাগানেরই বাসিন্দা। পুরোনো শত্রুতার জেরেই এই খুনের ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের কাছে এলথুরাসের স্বীকারোক্তি। বৃহস্পতিবার রাতেই ধৃতকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।
প্রসঙ্গত বৃহস্পতিবার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের জয়ন্তিকা চা বাগানের সিনিয়ার ম্যানেজার নীলাঞ্জন ভদ্র (৪৫) যখন চা বাগানের কাজ পরিদর্শন করছিলেন সেই সময় পিছন থেকে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে খুন করা হয়। খুন হওয়া সিনিয়ার ম্যানেজার আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জ এলাকার বাসিন্দা। ওই দিন দুপুরে জয়ন্তিকা বাগানের ১২ ও ১৪নম্বর সেকশনের কাজ পরিদর্শনের সময় ‘শ্রমিকদের সর্দার’ হিসেবে পরিচিত এলথুরাস এক্কা তাকে পেছন থেকে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। বাগানের একজন শ্রমিক এইরকম নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে সেই খবর জানাজানি হতেই গোটা বাগান জুড়ে শ্রমিক সহ বাগান কর্তৃপক্ষ আতঙ্কিত হয়ে রয়েছে।
বৃহস্পতিবার খুনের ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানা ও বিধাননগর ফাঁড়ির পুলিশ সহ শিলিগুড়ি মহকুমার উচ্চপদস্থ আধিকারিকেরা। তদন্তের স্বার্থে জলপাইগুড়ির ফরেন্সিক টিমও আসে ঘটনাস্থলে। তদন্ত চলাকালীন সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ প্রশাসন ও বহু শ্রমিকের ভিড়ের মাঝে নেশায় আসক্ত অপ্রকৃতস্থ অবস্থায় ধৃত এলথুরাস এক্কা নিজেই খুনের কথা স্বীকার করে। প্রথমে তার কথা গ্রাহ্য করা না হলেও,পরে সন্দেহ হতেই ধৃত এলথুরাস এক্কাকে আটক করে পুলিশ। পুলিশী জিজ্ঞাসাবাদের মুখে ধৃত জয়ন্তিকা চা বাগানের সিনিয়ার ম্যানেজারকে খুনের কথা স্বীকার করে নেয়। পুলিশী জেরার মুখে ধৃত জানিয়েছে বাড়িতে ফিরে কথা বলার চেষ্টা করলেও সিনিয়াম ম্যানেজার নীলাঞ্জন ভদ্র কোন কথা শুনতে চায়নি। তাই তাকে গলায় কোঁপ বসিয়ে খুন করেছে সে।
এরপরেই বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বয়ান অনুযায়ী চা বাগানের জঙ্গলের ভেতর থেকেই খুনের কাজে ব্যবহার করে ফেলে দেওয়া ধাঁরালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই খুনের ঘটনায় দার্জিলিঙের পুলিশ সুপার প্রবীন প্রকাশ জানিয়েছেন, জয়ন্তিকা চা বাগানেরই এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে এই খুনের ঘটনায়। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার উত্তরবঙ্গের সম্পাদক সুমিত ঘোষ জানান, এই দুর্ভাগ্যজনক ঘটনার কোনরকম বিরূপ প্রভাব যাতে কোনভাবেই চা শিল্পে না পড়ে তার জন্য প্রশাসনের কড়া পদক্ষেপ গ্রহণ করাটা জরুরী।
Jayantika Tea Garden
চা বাগানে ম্যানেজার খুনের ঘটনায় গ্রেপ্তার এক

×
Comments :0