Weather

সক্রিয় মৌসুমি অক্ষরেখা, চলতি সপ্তাহেও বৃষ্টি রাজ্যে

রাজ্য কলকাতা

সামনেই দুর্গোৎসব। প্রস্তুতি চলছে জোর কদমে। মণ্ডপের কাজ থেকে প্রতিমা তৈরি, শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। কিন্তু আবহাওয়া কী সাথ দিচ্ছে। মৌসম ভবন জানাচ্ছে চলতি মাসেও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। মাসের শুরুতে  বঙ্গোপসাগরে নিন্মচাপ তৈরী হয়েছিলো যা ফলে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে। এখন আবহাওয়া শুস্ক থাকলেও মাসের শেষের দিকে বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা হাওয়া অফিসের। আগামী ৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। উত্তরের জেলা গুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

দক্ষিণবঙ্গের জেলা গুলিতে মূলত রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি বেশি থাকবে। সপ্তাহের শেষে ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। নতুন করে নিম্নচাপ তৈরী হবার পূর্বাভাস নেই বঙ্গোপসাগরে। মৌসুমি অক্ষরেখার জন্য বৃষ্টি চলছে।    

উত্তরবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।    

Comments :0

Login to leave a comment