Kashmir Army Accident

কাশ্মীরে ফের খাদে সেনার ট্রাক, মৃত ৩ জওয়ান, উদ্ধারে স্থানীয়রা

জাতীয়

সেনার ট্রাক খাদে পড়ে মারা গেলেন ৩ জওয়ান। জম্মু ও কাশ্মীরের বন্দিপোরায় গাড়িটি রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায়। সেনা জানিয়েছেন খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা হয়েছে। 
বন্দিপোরার এসকে পায়েন এলাকায় দুপুরের দিকে ট্রাকটি খাদে পড়ে যায়। সেনার বিবৃতিতে বলা হয়েছে, আবহাওয়া খারাপ থাকায় রাস্তা দেখা যাচ্ছিল না।’’ 
সেনাই জানিয়েছে যে আহত জওয়ানদের উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। সেনা বলেছে, আহত সেনাদের সঙ্গে সঙ্গেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের সহায়তায়। দ্রুত এগিয়ে আসায় তাঁদের কৃতজ্ঞতা জানানো হচ্ছে।’’
গত মাসেই দুর্ঘটনায় পুঞ্চে খাদে পড়ে যায় সেনার আরেকটি  ট্রাক। সেই ঘটনাতেও মারা যান ৫ জওয়ান।

Comments :0

Login to leave a comment