BOOK | AML KAR | CHARA TAKDUM | MUKTADHARA | 2025 FEBRUARY 21

বই | অমল কর | রকমারি ছড়ানো ছড়ার ছড়রায় টাকডুম টাকডুম | মুক্তধারা | ২০২৪ ফেব্রুয়ারি ২১

সাহিত্যের পাতা

BOOK  AML KAR  CHARA TAKDUM   MUKTADHARA  2025 FEBRUARY 21

বই | মুক্তধারা

রকমারি ছড়ানো ছড়ার  ছড়রায় টাকডুম টাকডুম
অমল কর

মূলত শিশুদের মনোরঞ্জন ও চিত্তের ঐশ্বর্য বৃদ্ধিতে প্রচুর ছড়া লেখা হচ্ছে। সেসব বড়োদেরও মোহিত করছে। পশুপাখি জন্তুজানোয়ার ভূতপেতনি যেমন,সময় সমাজ মানুষ জীবন সাহিত্য কৃষ্টি সংস্কৃতি দেশ কাল খেলা মেলা রাজনৈতিক অর্থনৈতিক বেকারিত্ব ধর্মীয় অনুশাসন ইত্যাকার বিষয়ে অজস্র ছড়ার ছড়রায় ছেয়ে যাচ্ছে গ্ৰামশহর নগরগঞ্জ।
ইদানীং প্রচলিত প্রথা অনুযায়ী অনেকেই ছাড়া লিখছেন। কেউ কেউ নির্দিষ্ট ব্রাহ্মণ্য মশারি ডিঙিয়ে নানা পরীক্ষানিরীক্ষা চালাচ্ছেন। একজন ছড়াকার তো ষাট রকম পদ্ধতিতে ছড়া লিখে মুনশিয়ানা দেখিয়েছেন। সব ছড়া যে মান্যতা পাচ্ছে,তেমন নয় যেমন,পড়ুয়ারা চমকিত হচ্ছেন ছড়ায় নতুন নতুন প্রথা প্রকরণের বহুমাত্রিক পথের সন্ধান পেয়ে।
কবি মনোরঞ্জন খাঁড়া মূলত কবি এবং পঞ্চাশ বছর ধরে একটা পত্রিকা সম্পাদনার পাশাপাশি লিখে চলেছেন ছড়া। তাঁর সাম্প্রত সময়ে প্রকাশিত "টাকডুম টাকডুম" শিশুকিশোরদের ভুবনভোলানো 
 ২৮ টি ভিন্ন স্বাদের বিভিন্ন ছড়ায় নান্দনিক অলংকরণে সুসজ্জিত ও পরিবেশিত।
মজার মজার গরমাগরম শব্দ ব্যবহার ছড়াগুলো প্রাণবন্ত ও জীবন্ত হয়ে ওঠেছে। টাক-ডুমা-ডুম নাকুড়-নাকুড় ইড়িং বিড়িং তিড়িং তিড়িং উলুক-ঝুলুক আজল-কাজল টরেটরে টিক্কা ছক্কা নয় তো ফক্কা উড়ুং তাড়ুং তাড়ং ইতির পিতির কিতির জিৎ প্রভৃতি শব্দ উচ্চারিত হয়েছে মজা বাড়াতে। বাকিটা জানতে বুঝতে গ্ৰন্থটি সংগ্ৰহ করে নিবিড় পাঠে মগ্ন হতেই পড়ুয়াদের অনুরোধ।

টাকডুম টাকডুম
মনোরঞ্জন খাঁড়া 
বেণুকা প্রকাশন
অলংকরণ: মনোরঞ্জন খাঁড়া 
দাম ১১০ টাকা
ফোন:৮৩১৭৮৫২৩৯৯।

Comments :0

Login to leave a comment