বই | মুক্তধারা
জাতীয়তাবাদী পাঠের ভার
প্রদোষকুমার বাগচী
দেশপ্রেম ও জাতীয়তাবাদ নিয়ে অনেকেই আজ মুখরিত। এই সুযোগে কিছু স্বঘোষিত দেশপ্রেমিক, যাঁরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেনি, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে গা ঘষটে থেকেছিল, তারাই পুনরায় হাতে তুলে নিয়েছে জাতীয়তাবাদী পাঠের ভার। কে শত্রু কে মিত্র, কে দেশপ্রেমিক আর কে নয়, ঠিক করে দিচ্ছে তারাই। ফলে বিতর্ক বহুমুখী রূপ নিয়েছে। অবশ্য এ কোনও নতুন ঘটনা নয়। বর্তমানে তার মাত্রা বেড়েছে। এই প্রেক্ষাপটে সুনাগরিকের কর্তব্য হবে ধর্মনিরপেক্ষতার চর্চা বাড়ানো। আলটপকা মন্তব্য না ছুঁড়ে এদেশের বিশিষ্ট ঐতিহাসিক, সমাজতত্ত্ববিদ, রাজনীতিবিদ, বৈজ্ঞানিক ও সাহিত্যিকদের মনোভাবগুলিও জেনে নেওয়া দরকার। এস ইরফান হাবিব সম্পাদিত ‘ইন্ডিয়ান ন্যাশনালিজম’ বইটি সেই সুযোগ এনে দিয়েছে। এর মধ্য দিয়ে ঊনবিংশ শতকের শেষদিকের উদারবাদী ভাবধারা থেকে শুরু করে ধর্ম-কেন্দ্রিক, বৈপ্লবিক,সর্বজনীন ও সর্বসংকীর্ণতামুক্ত এমনকি দক্ষিণপন্থী উদারবাদী ভাবধারার বিচিত্র গতিপথটিকে অনুধাবন করতে পারবেন পাঠক। যে বৈচিত্রকে উহ্য রেখে ভারতীয় জাতীয়বাদকে বোঝা মুশকিল। মহাদেব গোবিন্দ রানাডে থেকে শুরু করে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ঋষি অরবিন্দ, আল্লামা ইকবাল, রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধী, সর্দার বল্লবভাই প্যাটেল, নেহরু, আম্বেদকর, এম এন রায়, ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু, জয়প্রকাশ নারায়ণ, খাজা আহমদ আব্বাস প্রমুখর লেখায় সমৃদ্ধ হয়ে উঠছে বইটি। নিজেদের দৃষ্টিভঙ্গিকে যুক্তির আলোয় প্রসারিত করতে সাহায্য করবে এই বই।
Indian Nationalism: the essential writings
Ed. by S. Irfan Habib. Aleph.7/16 Ansari Road, Daryaganj, New Delhi-110 002.Rs.499/-
Comments :0