বইকথা — নতুনপাতা
থাকবো নাকো বদ্ধ ঘরে
প্রদোষকুমার বাগচী
মানুষ চিরকাল ঘর ছেড়ে বাইরে বেরোতে চেয়েছে। জগৎ দেখার আনন্দে মেতে উঠতে চেয়েছে। দেশে দেশে বহু ভ্রমণ পিপাসু মানুষ তাঁদের অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন। এভাবেই ভ্রমণ সাহিত্যের সৃষ্টি হয়েছে। তবে এদেশের বিভিন্ন জনজাতির মধ্যে বাঙালির ভ্রমণ-প্রবণতা বেশি। অনেকে কেবল ভ্রমণেই তৃপ্তি পান। কেউ আবার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সঙ্গে সঙ্গে সেই আনন্দের ভাগ মানুষের কাছে পৌঁছে দিতে চান লেখার মাধ্যমে। সম্প্রতি কোরক পত্রিকা ভ্রমণ ও ভ্রমণ সাহিত্যের উপর একটি সংখ্যা প্রকাশ করেছে। ভ্রমণ সাহিত্যে গোড়ার উপাদান, বাংলা ভ্রমণ সাহিত্যে হিমালয়, রবীন্দ্রনাথের ভ্রমণ এবং বাংলা ভ্রমণ সাহিত্যের চিরায়ত সম্ভার নিয়ে হাজির হয়েছে এবারের সংখ্যাটি। এছাড়াও পুনর্মুদ্রণ করা হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় ও রমাপদ চৌধুরির লেখা। ভ্রমণ-প্রিয় মানুষের কাজে লাগবে এই সংখ্যাটি।
কোরক। সাহিত্য পত্রিকা। শারদীয় ২০২২। : ভ্রমণ ও ভ্রমণসাহিত্য। দেশবন্ধুনগর, ই এ ১/৮ বাগুইআটি, কলকাতা—৫৯। ২৫০ টাকা।
Comments :0