রবিবার মহালয়ার সকালে কালনায় ঘর থেকে উদ্ধার শিশুকন্যা ও বধূর ঝুলন্ত দেহ। শনিবার সকালে ঘটানাটি ঘটেছে কালনার গুপ্তিপুর এলাকায়। মৃত সোমা হেমরম(২৫) ও সোহিনী হেমরমের (৫) বাড়ি কালনা থানার সিমলন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গুপ্তিপুর গ্রামে। তাদের দেহ উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলি সোমবার বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হবে। মৃত গৃহবধূ সোমা হেমরমের শ্বশুরমশাই মেঘরাই হেমরম জানান-- আজ সকালে বাড়ির সবাই মিলে একসঙ্গে চা খাওয়া পর মাঠে কাজে বেরিয়ে গেছি আমি ও আমার স্ত্রী। ছেলে সমীর হেমরম বছর খানেক আগে মুম্বাই চলে গেছে সিটি গোল্ডের কাজে। বৌমা ও আমার নাতনি এবং আমার একটা বোবা মেয়ে বাড়িতে ছিল। বৌমা নাতিকে নিয়ে হঠাৎ ঘরের দরজা বন্ধ করে দিলে আমার বোবা মেয়েটা চেঁচামেচি শুরু করে। তার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দরজা ভেঙে দুজনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। দুজনকেই গলায় ওড়না জড়নো অবস্থায় ঘরের আরার সঙ্গে ঝুলতে দেখেছেন প্রতিবেশীরা। তিনি আরো জানান, বাড়ির কারো সঙ্গে কোন ঝগড়াঝাটি হয়নি। কেন তারা গলায় দড়ি দিল আমরা বুঝতে পারছি না।
kalna
মা ও মেয়ের ঝুলন্তদেহ উদ্ধার কালনার গ্রামে

×
Comments :0