নিজেদের বাণিজ্যিক স্বার্থে অন্য বিভিন্ন দেশকে কঠিন চাপে ফেলছে আমেরিকা। এইচ ওয়ান বি ভিসা পিছু ৮৮ লক্ষ টাকা মাশুল বসানো তারই আরেক উদাহরণ। আমেরিকার ট্রাম্প প্রশাসনের এইচ ওয়ান বি ভিসা নির্দেশিকার নিন্দা জানিয়ে একথা বলল সিপিআই(এম) পলিট ব্যুরো।
রবিবার পলিট ব্যুরো বিবৃতিতে নরেন্দ্র মোদী সরকারেরও কড়া সমালোচনা করা হয়েছে। পলিট ব্যুরো বলেছে, আমেরিকার অন্যায় চাপের মুখে না লড়ে মোদী স্বনির্ভরতার নিষ্ফলা ভাষণ দেওয়ার রাস্তা নিয়েছেন। উল্লেখ্য, এদিনই জিএসটি সংস্কারে দেশের বাজার বাড়ানোর সম্ভাবনা সংক্রান্ত ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী।
ট্রাম্প প্রশাসনের এই নির্দেশিকা চালু হচ্ছে ২১ সেপ্টেম্বর থেকে। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অন্য দেশের দক্ষ কর্মীদের নিজেদের দেশে নিয়োগের জন্য এই ভিসা দেয় আমেরিকা। মার্কিন অভিবাসী বিভাগের তথ্য অনুযায়ী ২০২২’র অক্টোবর থেকে ২০২৩’র সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৪ লক্ষ ভিসা দেওয়া হয়েছে। তার ৭২ শতাংশ ভারতীয়।
পলিট ব্যুরো বলেছে, একতরফা এবং প্রতিশোধমূলক এই পদক্ষেপ নিন্দনীয়। পলিট ব্যুরোর দাবি, চাপ তৈরির এই অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে ভারত সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। আমেরিকার চাপের মুখে পড়ে শর্ত মেনে নেওয়া চলবে না। ভারতের জনতার স্বার্থ রক্ষায় নির্ণায়ক পদক্ষেপ নিতে হবে।
পলিট ব্যুরো বলেছে, ভিসা সংক্রান্ত পদক্ষেপের ঠিক আগে ভারতের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক চাপিয়েছে আমেরিকা। ইরানের চাবাহার বন্দর পরিচালনায় যুক্ত ভারত। সেই বন্দরের মাধ্যমে লেনদেনের ওপর ফের নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।
পলিট ব্যুরো বলেছে, ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা ফের শুরু হয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে, ভারতকে চাপে ফেলে নিজেদের শর্ত মানতে বাধ্য করাতে চাইছে আমেরিকা। এমন পদক্ষেপ শাসানির শামিল।
মোদী সরকারের ভূমিকারও সমালোচনা করেছে পলিট ব্যুরো। বিবৃতিতে বলা হয়েছে, গা জোয়ারির এই কৌশলকে প্রতিরোধ করার বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বনির্ভরতার নিষ্ফল ভাষণ দিচ্ছেন। রাষ্ট্র প্রধানের এই পালিয়ে যাওয়ার মনোভাব সেই সঙ্গে বিদেশ মন্ত্রকের করুণ সব মন্তব্য দেশের পক্ষে অসন্তোষজনক এবং অসম্মানজনক।
পলিট ব্যুরো বলেছে, এইচ-ওয়ান বি ভিসা ঘিরে ট্রাম্পের ঘোষণা ভারতের বহু দক্ষ কর্মীকে সেদেশে কাজে যোগ দিতে বাধা দেবে। এমন কয়েক হাজার কর্মীর ওপর সরাসরি প্রভাব ফেলবে। তাঁদের পেশাগত জীবন এবং পরিবারের জীবনজীবিকায় নেতিবাচক প্রভাব পড়বে।
উল্লেখ্য, ট্রাম্প শুল্ক যুদ্ধ শুরু করার পর চীন, মেক্সিকো, কানাডার মতো বিভিন্ন দেশই পালটা লড়াইয়ে নেমেছে। পিছাতে হয়েছে ট্রাম্পকেই। মোদী সরকার গোড়া থেকেই পালটা পদক্ষেপ এড়িয়ে চলার নীতি নিয়েই চলছে।
H-1B Visa Polit Bureau
লড়াই এড়াতে স্বনির্ভরতা ঢাল মোদীর, ভিসা পদক্ষেপের নিন্দায় পলিট ব্যুরো

×
Comments :0