মীর আফরোজ জামান - ঢাকা
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো বলে বৃহস্পতিবার দাবি করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিন বিকেলে বাংলাদেশের রাজধানী ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, ‘‘ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। অন্তর্বর্তী সরকারের এই সাত মাসে ক্ষমতা নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে বাণিজ্য আরও বেড়েছে। আমাদের সম্পর্ক ভালো, তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে। সে বিষয়ে বিদেশ মন্ত্রক বলতে পারবে। কিন্তু আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, অবশ্যই সেটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক হতে হবে’’। সরকার পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। দুই দেশই একে অন্যের পদক্ষেপে উদ্বেগ জানিয়ে বিবৃতি-পাল্টা বিবৃতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য বিঘ্নিত হওয়ার কথাও বলা হয়েছে। তবে এদিন প্রেস সচিব ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য কতটা বেড়েছে এবং কোন কোন খাতে বেড়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি।
সংবাদ সম্মেলনে ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আগামী শনিবার প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দেবে। নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট আমরা আশা করছি এই মাসেই, অথবা প্রধান উপদেষ্টার চীন সফর শেষে জমা হবে। ক্রীড়া প্রতিষ্ঠানে বিভিন্ন অ্যাডহক কমিটি ছিল। সেগুলো পরিবর্তন করার জন্য সার্চ কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু এই সার্চ কমিটির জন্য নির্দিষ্ট কোনও সময়সীমা ছিল না। আজকে চিঠির মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রক ২০ এপ্রিল পর্যন্ত সময়সীমা দিয়েছে।
Comments :0