Petrapol Import Bangladesh

পেট্রাপোলে অনলাইন গোলযোগ, আমদানির সমস্যা বাংলাদেশে

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা

ভারতে পেট্রাপোল স্থল বন্দর অনলাইন ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় বাংলাদেশের পণ্য আমদানি বিঘ্নিত হচ্ছে। প্রভাব পড়ছে রাজস্বের ওপরও। পণ্যবাহী ট্রাকের জট দেখা দিয়েছে পেট্রাপোলে। গত তিন দিন ধরে এ পরিস্থিতি চলছে।
বাংলাদেশের বেনাপোল স্থল বন্দরে প্রবেশের অপেক্ষায় এক হাজারের বেশি ট্রাক পেট্রাপোল বন্দরে দাঁড়িয়ে রয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো পণ্যবাহী ট্রাক বাংলাদেশের বেনাপোলে প্রবেশ করেনি। 
পেট্রাপোল কাস্টমসের অনলাইন লিঙ্ক ব্যবস্থা কাজ না করায় রবিবার সারা দিনে মাত্র ৩৬টি ট্রাকে কাঁচামালের আমদানি হয়। এর আগে গত শনিবার সারা দিন ১৫০টি পণ্যবাহী ট্রাক বেনাপোলে প্রবেশ করে। তবে বেনাপোল দিয়ে রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে।
ভারতে পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছেন, পেট্রাপোল কাস্টমস ও বন্দরে লিঙ্ক সার্ভিস টাটা সংস্থা দিয়ে থাকে। সম্প্রতি দুপুরের একটি ঝড়ের পর লিঙ্কে সমস্যা দেখা দিয়েছে। এখন দিল্লির ডিজি সিস্টেম বিষয়টি দেখছে। কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ অনলাইন সিস্টেমের বিকল্প হিসেবে ম্যানুয়াল পদ্ধতিতে কিছু পণ্য ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছে। 
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমান বলেন, সাধারণত প্রতিদিন প্রায় ৪০০টি ট্রাকে পণ্য আমদানি হয়। গত রবিবার সারাদিনে আমদানি হয়েছে মাত্র ৩৬ ট্রাক এবং রপ্তানি হয়েছে ১১১ ট্রাক পণ্য। 
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, আমরা পেট্রাপোল বন্দরে সর্বদা কথা বলে যাচ্ছি। কর্তৃপক্ষ জানিয়েছে যে সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে।

Comments :0

Login to leave a comment