ছাত্র- ছাত্রীদের বিজ্ঞান চেতনামুখী করে তুলতে এবং সাধারন মানুষের মধ্যে যুক্তিবাদ প্রসারের উদ্দ্যেশ্যে যাদবপুরের বিজয়গড়ে ভারতমাতা পুজার সামনে শুরু হল গোপাল চন্দ্র ভট্টাচার্য্য বিজ্ঞান মেলা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ,যাদবপুরের উদ্যোগে শারদীয়া বুক স্টল, উদ্ভোদন করেন সেন্ট্রাল গ্লাস এন্ড সেরামিকের মুখ্য বিজ্ঞানী ড: সুনির্মল জানা, অল ইন্ডিয়া ফোটোবায়োলজির সভাপতি ড: নীতীন মুখোপাধ্যায় কলকাতা বিজ্ঞান মঞ্চ জেলা সম্পাদক সেখ সোলেমান, কলকাতা জেলা কোষাধ্যক্ষ দেবব্রত মন্ডল, সম্পাদকমন্ডলীর সদস্য সোনু দে, কলকাতা জেলা কমিটির সদস্য অধ্যাপক বিকাশ পাল, গোপাল চন্দ্র ভট্টাচার্য্য মেলা কমিটির সহ সভাপতি তুহীন দত্ত, মেলা কমিটির কোষাধ্যক্ষ অপূর্ব বিশ্বাস,মেলা সম্পাদকমন্ডলীর সদস্য সোমায়ন মজুমদার, সুবীর পাল, শ্রীমতি তৃপ্তিশ্রী ধর, কোয়েল বসু ঠাকুর সহ অন্যান্য কমিটি সদস্যবৃন্দ। এছাড়াও বিশিষ্টদের মধ্যে স্টল পরিদর্শনে আসেন কলকাতা জেলা সভাপতি অধ্যাপক সিদ্ধার্থ দত্ত, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সহসভাপতি উৎপল দত্ত, গোপাল চন্দ্র ভট্টাচার্য্য মেলার সহসভাপতি শ্রীমতি মিঠুরানী জানা সহ অন্যন্য জন, আগামী ২৩ শে অক্টোবর অবধি এই বুকস্টল চলবে ৫ টা থেকে ৯ টা অবধি এবং প্রত্যেক বইয়ে বিশেষ ছাড় উপলদ্ধ রয়েছে।
Bigyan Mancha
শারদোৎসবে বিজ্ঞান চেতনার স্টল বিজয়গড়ে
×
Comments :0