‘‘ভারতের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করতে বিজেপিকে পরাস্ত করুন। রাজ্যকে বাঁচাতে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করুন।’’
লোকসভা নির্বাচনের আগে রাজ্যবাসীর কাছে এমনই আবেদন জানালেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই আবেদন জানিয়ে একটি পুস্তিকাও প্রকাশ করা হয়।
বিমান বসু বলেন, ‘‘গত দশ বছরে ভারতের সংসদীয় ব্যবস্থা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে। সংসদের অধিবেশন বেনজির ভাবে কমিয়ে দেওয়া হয়েছে। দু’দিনে ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। আলোচনা ছাড়া একাধিক বিল পাশ করানো হয়েছে। দেশকে বিরোধীমুক্ত করার জন্য বেআইনি কার্যকলাপ রোধ আইন (ইউএপিএ), জাতীয় সুরক্ষা আইন (এনএসএ), অর্থ পাচার রোধ ইন (পিএমএলএ) কঠোরভাবে ব্যবহার করা হয়েছে।’’
বামফ্রন্টের পুস্তিকায় মূল্যবৃদ্ধি, কৃষকদের সমস্যা, অর্থনৈতিক বৈষম্যের মতো একাধিক বিষয় উঠে এসেছে। বিমান বসু বলেছেন, ‘‘এই লোকসভা নির্বাচন দেশ বাঁচানোর, সংবিধানকে রক্ষা করার।’’
বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, ‘‘বিজেপি মনুবাদী দর্শনে বিশ্বাসী, তাই আজ তফসিলি, আদিবাসী সম্প্রদায়ের মানুষের ওপর আক্রমণ সব থেকে বেশি।’’
বিজেপি’র পাশাপাশি তৃণমূলকেও তিনি আক্রমণ করেন। বিমান বসু বলেন, ‘‘এই সরকার মিষ্টি হাব করতে চেয়েছিল পারেনি। কিন্তু দুর্নীতির একটা হাব তৈরি করেছে।’’
তৃণমূলের ইস্তাহারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘লেখা আছে জনগনের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন, তৃণমূল করবে অধিকার অর্জন। যাদের বাংলা বিরোধী বলছেন তাদের সাথে ১৯৯৮-৯৯ সালে কেন্দ্রে মন্ত্রী ছিলেন, তারপর আবার ২০০৩-২০০৪ সালে মন্ত্রীসভার সদস্য ছিলেন। তৃণমূলের সাহায্যে লোকসভায় বিজেপি’র প্রার্থী হয়ে তপন শিকদার, জুলু মুখার্জিরা জয়ী হয়েছেন এই রাজ্য থেকে।’’
তিনি আরও বলেন, ‘‘তৃণমূলের ইস্তাহার হচ্ছে রাজনৈতিক ঠাকুমারঝুলি। দেশের ভোট এটা, এখানে দিদির শপথের মানে কি? তৃণমূলের নেতারা মনে করে লক্ষীর ভান্ডার ওঁদের ব্যাক্তিগত সম্পত্তি। ভুল। সমাজিক প্রকল্প চলে মানুষের করের টাকায়। এই সব প্রকল্প কোনও দয়ার দান নয়।’’
রামনবমীর মিছিলকে কেন্দ্র অশান্তি প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, ‘‘আরএসএসের নির্দেশ মেনে হাইকোর্টের নির্দেশকে অমান্য করে এরাজ্যে বিজেপি এবং তৃণমূল রামনবমীর মিছিল করেছে। এই অশান্তি দুই দলের প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার ফলাফল।’’
LEFT FRONT APPEAL
বাঁচাতে হবে দেশ-সংবিধান, পরাস্ত করতে হবে দুর্নীতিগ্রস্তদের: আহ্বান বামফ্রন্টের
×
Comments :0