শুক্রবার থেকে শুরু হতে যাওয়া লোকসভা নির্বাচনের জন্য বিজেপি মঙ্গলবার সাত জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। সাত প্রার্থীর মধ্যে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার আসন থেকে অভিজিৎ দাস ববি রয়েছেন, অন্যদিকে ছত্রপতি শিবাজি মহারাজের ১৩ তম বংশধর ছত্রপতি উদয়নরাজে ভোসলে মহারাষ্ট্রের সাতারা থেকে লড়বেন৷
ববিকে ২০০৯ এবং ২০১৪ সালেও এই আসনে টিকিট দেয় বিজেপি।
General elections 2024
ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী ঘোষণা
×
Comments :0