সিপিআই(এম) শ্যামপুকুর-১ এরিয়া কমিটির উদ্যোগে বাগবাজারে মার্কসীয় ও প্রগতিশীল বুক স্টল সংগঠিত হয়। শনিবার ওই বুক স্টলে উপস্থিত হন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান ও প্রবীণ সিপিআই(এম) নেতা বিমান বসু।
গোটা কলকাতা জুড়ে প্রায় ১২৫টির বেশি প্রগতিশীল বইয়ের সম্ভার নিয়ে বসছেন বামপন্থীরা।
এই বুক স্টল উদ্বোধনে এদিন উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার, কলকাতা জেলার সম্পাদকমণ্ডলী সদস্য রাহুল ভট্টাচার্য, প্রতীক দাশগুপ্ত সহ নেতৃবৃন্দ।
উৎসবের সময়ে বিকল্প সংস্কৃতি, বিকল্প মননের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে বামপন্থীরা বইয়ের পসরা নিয়ে হাজির হযন।
এদিন কল্লোল মজুমদার বলেন, "বর্তমান পরিস্থিতিতে বামপন্থীদের সামনে চ্যালেঞ্জটা বাড়তি। একদিকে সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং তার উল্টোদিকে আরএসএস-বিজেপি পরিচালিত সরকার প্রতিনিয়ত মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। এর বিরুদ্ধে আমাদের এককাট্টা হয়ে লড়াই করতে হবে। অন্যদের সঙ্গে আমাদের পার্থক্য রয়েছে এই লড়াইয়ে। অন্যরা বিভেদের রাজনীতিকে শ্রেণি দৃষ্টিভঙ্গি থেকে দেখে না। অর্থনৈতিক শোষণের কথা এড়িয়ে যায়। তাই আমাদের বাড়তি চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। তাই মতাদর্শগত পথে সঠিক বার্তা পৌঁছে দিতেই আমাদের এই বুক স্টল। শুধুমাত্র মার্কসীয় বই নয় সাথে প্রগতিশীল চিন্তাভাবনার অনেক বই এবং শিশু মনের বিকাশের জন্য আমাদের স্টল গুলিতে শিশু সাহিত্যের নানা বই পাওয়া যায়।"
আগামী ২ অক্টোবর পর্যন্ত এই বুক স্টল চলবে।
Book Stall Shyampukur
বিকল্প মতাদর্শের বার্তা পৌঁছাবে বুক স্টল, শ্যামপুকুরে নেতৃবৃন্দ

×
Comments :0